ভারতকে সরিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, যৌথভাবে তৃতীয়স্থানে বাংলাদেশ

দুবাই, ৭ জানুয়ারি ২০২৪ (বাসস) : সদ্যই ভারতকে সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে অস্ট্রেলিয়া। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে শীর্ষে উঠে গেল অসিরা।

গত বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেট হারিয়েছে ভারত। ঐ জয়ে ৪ ম্যাচে ২টি জয়, ১টি করে হার-ড্র’তে ৫৪ দশমিক ১৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠেছিলো টিম ইন্ডিয়া।

কিন্তু গতকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ৮ উইকেটে জিতে ভারতকে সরিয়ে টেবিলের শীর্ষে উঠে যায় অস্ট্রেলিয়া। এতে ৪৮ ঘন্টাও টেবিলের শীর্ষে থাকতে পারলো না ভারত।

সিডনি টেস্ট জয়ের পর চ্যাম্পিয়নশিপের সব মিলিয়ে ৮ ম্যাচে ৫ জয়, ২টি হার ও ১টি ড্র’তে এখন ৫৬ দশমিক ২৫ শতাংশ পয়েন্ট আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।

যৌথভাবে টেবিলের তৃতীয়স্থানে আছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড। তিন দলই ২টি করে ম্যাচ খেলে ১টি করে জয় ও হারে ৫০ শতাংশ পয়েন্ট অর্জন করেছে।

তিন ম্যাচ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশে ষষ্ঠস্থানে নেমে গেছে পাকিস্তান। ৫ ম্যাচে ২ জয়, ৩ হারে পাকিস্তানের পয়েন্ট ৩৬ দশমিক ৬৬ শতাংশ।

২ ম্যাচে ১টি করে হার-ড্র’তে ১৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচ খেলে ২টি করে জয়-হার ও ১টি ড্র’তে ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে ইংল্যান্ড।

২ ম্যাচে অংশ নিয়ে ২টিতে হেরে এখনও পয়েন্টের দেখা না পাওয়ায় টেবিলের তলানিতে আছে শ্রীলংকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 3 =