ভারতের বাজারে আসছে করোনার ন্যাজাল স্প্রে

করোনা প্রতিষেধক নাকে দেওয়ার টিকা ‘ন্যাজাল ইনকোভ্যাক’ ভারতের বাজারে আসছে আগামী ২৬ জানুয়ারি। ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক এটি তৈরি করেছে। বাজারে এলে এটিই হবে বিশ্বের প্রথম কোভিড প্রতিষেধক ন্যাজাল ভ্যাকসিন। শনিবার (২১ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারত বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণা ইল্লা জানিয়েছেন, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসেই আনুষ্ঠানিকভাবে কোভিড ন্যাজাল ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ বাজারে আসছে। মাওলানা আজাদ জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউটে সম্মুখ সারির কর্মীদের টিকা দেওয়া হবে।

ভারত বায়োটেকের তথ্য অনুযায়ী, কোভিড-১৯-এর প্রথম ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক-এর প্রতিটি ডোজ সরকারের কাছে ৩২৫ টাকা এবং বেসরকারি টিকা কেন্দ্রে ৮০০ টাকায় বিক্রি করা হবে। জানা গেছে, যারা করোনার দুটি টিকা নিয়েছেন, কিন্তু তৃতীয় বুস্টার ডোজ নেননি, তারা এটাকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন।

ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাককে শর্তসাপেক্ষে আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছিল দেশটি। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউই এই ভ্যাকসিন নিতে পারবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − seven =