ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী আলিয়া ও কৃতি, সেরা অভিনেতা আল্লু

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী এবং সেরা সিনেমার মুকুট বলিউড ধরে রাখতে পারলেও অভিনেতা এবং জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে টেক্কা দিয়েছে দক্ষিণ।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের পর জাতীয় পুরস্কারেও বলিউডি অভিনেত্রী আলিয়া ভাটের জয়জয়কার। এটি আলিয়ার ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার। তবে আলিয়া একা নন, এবারে সেরা অভিনেত্রীর পুরস্কারে এসেছে কৃতি শ্যাননের নামও। তাদের দুই সিনেমাই নারী প্রধান চরিত্রের।

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া। আর কৃতি শ্যাননের হাতে জাতীয় পুরস্কার এনে দিল ‘মিমি’ সিনেমা।

সেরা অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছেন ‘পুষ্পা’ খ্যাত অল্লু অর্জুন। তিনিই প্রথম তেলেগু অভিনেতা, যিনি ভারতের জাতীয় পুরস্কার জিতে নিলেন।

মাধবান অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সেরা সিনেমার পুরস্কার জিতে নিলেও সেরা জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে এসেছে ভারতকে গানে অস্কার এনে দেওয়া দক্ষিণী সিনেমা ‘আরআরআর’। বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এবারের সেরাদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কারের বিস্তারিত

সেরা সিনেমা: রকেট্রি দ্য নাম্বি এফেক্ট (আর মাধবন), সেরা পরিচালক: নিখিল মহাজন (গুদাভারি) সেরা অভিনেতা: আল্লু অর্জুন (পুষ্পা), সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) ও কৃতি শ্যানন (মিমি), সেরা পার্শ্ব অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠী (মিমি), সেরা পার্শ্ব অভিনেত্রী: পল্লবী যোশি (দ্য কাশ্মীর ফাইলস), সেরা শিশু শিল্পী: ভাবিন রাবারী,  (ছেল্লো শো), সেরা হিন্দি সিনেমা: সর্দার উধম (সুজিত সরকার), সেরা বাংলা সিনেমা: কালকক্ষ (শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল)

সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা, ইরাভিন নিজাল), সেরা গায়ক: কাল ভৈরব (কোমুরাম ভীমুডু, আরআরআর), সেরা সংগীত পরিচালক: দেবী শ্রী প্রসাদ (পুষ্পা), সেরা পপুলার ফিল্ম: আরআরআর (এসএস রাজামৌলি), জাতীয় সংহতি রক্ষায় সেরা সিনেমা: দ্য কাশ্মীর ফাইলস (বিবেক অগ্নিহোত্রী), সেরা বায়োগ্রাফিক্যাল সিনেমা: রুকু মাটির দুখু মাঝি (সোমনাথ মণ্ডল), সেরা নন-ফিচার সিনেমা: এক থা গাঁও, সেরা অ্যানিমেশন সিনেমা: কান্দিটুন্দ, সেরা শিশু চলচ্চিত্র: গান্ধী  এন্ড কোং।, সেরা সম্পাদনা: সঞ্জয় লীলা বনশালি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি), বিশেষ জুরি পুরস্কার: শেরশাহ (বিষ্ণুবর্ধন)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − nine =