ভুটানের লীগে মারিয়ার গোল, শামসুন্নাহারের ৩ অ্যাসিস্ট

নির্ধারিত সূচির অনেকদিন পর মাঠে গড়ানো ভুটানের মেয়েদের লিগের প্রথম দিনে আলো ছড়ালেন বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় শামসুন্নাহার সিনিয়র ও মারিয়া মান্দা। তাদের দল থিম্পু সিটিও মাঠ ছাড়ল জয়ের আনন্দে।

চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শনিবার উজেন একাডেমিকে ৪-২ গোলে হারিয়েছে থিম্পু সিটি। শামসুন্নাহার ও মারিয়ার সঙ্গে দলের শুরুর একাদশে খেলতে নামেন বাংলাদেশের সানজিদা আক্তারও।

২৯তম মিনিটে শামসুন্নাহার সিনিয়রের ক্রসে হেডে থিম্পু সিটিকে এগিয়ে নেন সোনালি। একটু পর সোনালি দ্বিতীয় গোলটিও করেন শামসুন্নাহারের নিখুঁত পাস ধরে।

দ্বিতীয়ার্ধে জালের দেখা পান বাংলাদেশের হয়ে দুটি সাফ জয়ী মারিয়া। ৫৩তম মিনিটে শামসুন্নহারের কর্নার গোলকিপার ক্লিয়ার করতে ব্যর্থ হলে হেডে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

এবারের ভুটানের লিগে বাংলাদেশের মোট ১০ জন নারী ফুটবলার অংশ নিচ্ছেন বিভিন্ন দলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − 9 =