মঞ্চে ফিরছে প্রাচ্যনাটের ‘পুলসিরাত’

মঞ্চে ফিরছে প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘মেন ইন দ্য সান’ উপন্যাস অবলম্বনে এটির অনুবাদ করেছেন মাসুমুল আলম, নাট্যরূপ মনিরুল ইসলাম রুবেল, নির্দেশনা কাজী তৌফিকুল ইসলাম ইমন। ২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে রয়েছে পুলসিরাতের প্রদর্শনী।

নাটকের গল্পে দেখা যাবে, আবু কায়েস, আসাদ ও মারওয়ান ফিলিস্তিন থেকে সচ্ছল জীবনের আশায় কুয়েতে পাড়ি জমাতে চায়। ঘটনাক্রমে তারা ট্যাঙ্ক লরির ড্রাইভার আবুল খাইজুরানের শরণাপন্ন হয়। তাদের নিয়ে মরুভূমির পথে এগিয়ে যায় খাইজুরানের লরি। অভিনয়ে রয়েছেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মিতুল রহমান, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × one =