মনোনয়নপত্র জমা দিলেন মিশা-জায়েদ, কাঞ্চন-নিপুণ

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএফডিসিতে। আজ উৎসবমুখর পরিবেশে মিশা-জায়েদ ও কাঞ্চন-নিপুণ প্যানেল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।

 

মিশা-জায়েদ প্যানেলের মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন ডিপজল, রুবেল, মৌসুমী, রোজিনা, অঞ্জনা, সুচরিতাসহ অনেকে। অন্যদিকে কাঞ্চন- নিপুণ প্যানেলের মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন রিয়াজ, অমিত হাসান, নানা শাহ, নিরব, ইমন, সাইমন সাদিক, কেয়া, শাহানূর, জেসমিন আক্তার, গাঙ্গুয়া, নৃত্য পরিচালক আরমান’সহ অনেকে।

 

এবার শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। আরো দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন।

 

আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × three =