মমতাজের কণ্ঠে ‘যাপিত জীবন’ সিনেমার টাইটেল গান

সামনেই জাতীয় নির্বাচন। তাই ব্যস্ততার শেষ নেই সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের। সেই ব্যস্ততার মাঝেই নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন মমতাজ। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার টাইটেল গান এটি। ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ এমন কথায় সিচুয়েশনাল গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ। গত রোববার পিন্টু ঘোষের নিজস্ব স্টুডিওতে রেকর্ডিং হয় গানটির।

নতুন গান নিয়ে মমতাজ বলেন, ‘সিনেমার গান গাইতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। যাপিত জীবন সিনেমার এই গানটির কথা ও সুর এত চমৎকার যে মনটা ভরে গেছে আমার। আবেগ ও দরদ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। কতটা ভালো হয়েছে সেই রায় দেবেন শ্রোতারা। প্রতিটি গান গাওয়া শেষে অনুধাবন করতে পারি যে গানটা শ্রোতাদের কেমন লাগতে পারে। এই গান নিয়ে আমার অনেক প্রত্যাশা।’

এ প্রসঙ্গে নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘মমতাজ আপার কণ্ঠে গানটি ভিন্ন এক মাত্রা পেয়েছে। কী যে দারুণ গেয়েছেন তিনি, তা সত্যিই ব্যাখ্যা করে বোঝানোর মতো নয়। এমন একটি গান আমার সিনেমাকে এগিয়ে নিয়ে গেল আরও এক ধাপ। আমার বিশ্বাস, গানটি সবার মন জয় করে নেবে।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে যাপিত জীবন। দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমার গল্পে। ইতিমধ্যে শেষ হয়েছে দৃশ্যধারণের কাজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, আশনা হাবিব ভাবনা, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 + fourteen =