মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাসের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজের নেতৃত্বে বাচসাস নেতারা। এ সময় বাচসাস নেতৃত্ববৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রথমে জাতীয় প্রেসক্লাব এবং পরে দুপুর  সাড়ে ১২ টায় এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাচসাস সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইরানী বিশ্বাস, কার্যনির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মাঈনুল হক ভূইয়াসহ বাচসাস সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 + 17 =