মা দিবসে ফাহমিদা নবীর নতুন গান

জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবী সম্প্রতি কণ্ঠ দিয়েছেন মা দিবস উপলক্ষে একটি গানে। এর শিরোনাম ‘মা’। দীর্ঘদিন ধরে নানা রকম গান গেয়ে তিনি শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। রোমান্টিক গানের জন্য খ্যাতি পেলেও বিষয়ভিত্তিক কথা নিয়েও গাইতে দেখা যায় তাকে।

সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে গানটির মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে। গানটির কথা ও সুর করেছেন সামিনা সালাম। এর সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু।

ভিডিওটিতে মা হিসেবে মডেল হয়েছেন দিলারা জামান। তার সঙ্গে আরও আছেন সালহা খানম নাদিয়া, আফিফা আনজুম ও আদ্রিকা আনজুম। ভিডিও পরিচালনা করেছেন আলমগীর হোসেন।

আলমগীর হোসেন জানান, আজ ৮ মে আন্তর্জাতি মা দিবস থেকেই গানটি দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেলে। সেইসঙ্গে গানটি উপভোগ করা যাবে Samina’s Creative World নামের ইউটিউব চ্যানেলেও।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + 9 =