মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ফিরোজা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা দেয়। খবর বার্তা২৪.কম

ফিরোজায় বেগম জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্যরা। এ সময় তারেক রহমানকে মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। আত্নীয়দের শেষ দেখা শেষ হওয়ার পরই বেগম খালেদা জিয়াকে নিয়ে অ্যাম্বুলেন্সসহ গাড়িবহরটি জাতীয় সংসদ ভবনের পথে রওনা দেওয়া হয়।

গাড়িবহরে লাল সবুজ রঙের বাসটিও রয়েছে। তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজাস্থলে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনেরাও গাড়িবহরে রয়েছেন। এসময় গাড়িবহরের পাশে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর বুধবার দুপুর ২টায় বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তারপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 + 7 =