মান্নাত এবার মিউজিক্যাল ফিল্মে

এঞ্জেলিনা মান্নাত মিউজিক্যাল ফিল্মে অভিনয় করলেন। মান্নাতের বিপরীতে ছিলেন রিপন মাহমুদ। ‘বিনোদিনী গো’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্ম পরিচালনা করেন সিকদার শাফিন। মান্নাত বলেন, নাটকে নিয়মিত কাজ করছি। ‘বিনোদিনী গো’ মিউজিক্যাল ফিল্মটি ভিন্ন ধরনের। গানের পাশাপাশি এর গল্পটিও দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।

মডেলিংয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন এঞ্জেলিনা মান্নাত। তবে বর্তমানে কাজ করছেন টিভি নাটকে। এরই মধ্যে তার অভিনীত বেশ কিছু নাটক টেলিভিশনে প্রচার হয়েছে। এদিকে মান্নাতের হাতে কয়েকটি নাটকের কাজ রয়েছে। তবে তার টার্গেট বড় পর্দা। এরই মধ্যে কয়েকটি সিনেমার কাজের কথা চলছে বলে জানান মান্নাত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 4 =