মান্নান হীরা স্মারক বক্তৃতা দেবেন নাট্যজন মলয় ভৌমিক

প্রয়াত দেশবরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মান্নান হীরার ৬৮তম জন্মবার্ষিকী শুক্রবার (৭ জুলাই)। এ উপলক্ষে আরণ্যক নাট্যদল ‘মান্নান হীরা স্মারক বক্তৃতা’ চালু করেছে। এ বছর স্মারক বক্তৃতা প্রদান করবেন নাট্যজন মলয় ভৌমিক।

শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার রুমে এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠান থাকে।

মলয় ভৌমিক তার ফেসবুকে অনুষ্ঠানে পোস্টার প্রকাশ করে লিখেছেন, আমাদের স্বকীয়তা নিয়ে নানা প্রশ্ন! প্রশ্ন অঙ্গীকার নিয়ে। থিয়েটার নিয়ে নানা স্বপ্নের কথা আমরা বলে এসেছি দীর্ঘদিন। কী পেলাম? সমাজ-রাজনীতি কি সামনে চলছে, নাকি পেছনে? থিয়েটারই কি এর একমাত্র নিয়ামক? অন্যান্য অনুষঙ্গ কি থিয়েটারের সাথে যুক্ত?

তিনি আরও লেখেন, নিউ মিডিয়া, লোভ-ভোগ, আমাদের কৌমবোধ ভেঙে যাওয়াসহ সাম্প্রতিক ভূ-রাজনীতি নিয়ে নানা আলোচ্য এবং শিল্প বা থিয়েটার নিয়ে অনেক আক্রমণের মুখোমুখি হবার জন্যই এই আয়োজন। আসুন এবং আক্রমণ করুন- এই আয়োজন তো সেজন্যই।

প্রতিবছর মান্নান হীরার জন্মবার্ষিকীতে নিয়মিতভাবে এই স্মারক বক্তৃতার আয়োজন করা হবে বলে জানায় আরণ্যক নাট্যদল। এর আগের বছর মান্নান হীরা স্মারক বক্তৃতা দেন শিল্পসমালোচক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

মান্নান হীরা পথনাটকের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে। তার নাটকের প্রধান উপাদান নিরন্ন মানুষ ও দরিদ্র জনপদ। বিশেষ করে তার পথনাটক বিশাল কৃষিজীবী মানুষ, তাদের উৎপাদন ও উপকরণকে কেন্দ্র করে লেখা। ২০০৬ সালে তিনি নাটক শ্রেণিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন মান্নান হীরা।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × two =