মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ডের জন্মদিন আজ

অ্যাম্বার লরা হার্ড (জন্ম এপ্রিল ২২, ১৯৮৬)[১] একজন মার্কিন অভিনেত্রী। ফ্রাইডে নাইট লাইট চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন। নর্থ কান্ট্রি এবং আলফা ডগ চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের পর হার্ড ২০০৬ সালে প্রধান চরিত্রে অভিনয় করেন অল দ্য বয়েস লাভ ম্যান্ডি লেন চলচ্চিত্রে এবং ২০০৭-এ হিডেন পাল্মস নামক টেলিভিশন অনুষ্ঠানে যোগ দেন।

২০০৮ সালে নেভার ব্যাক ডাউন এবং পাইন্যাপেল এক্সপ্রেস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচিত হন। তাঁর অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন এবং অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। ২০২২ সালে সাবেক স্বামী জনি ডেপের করা মানহানি মামলায় পরাজিত হয়ে তাকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদালত কর্তৃক নির্দেশ প্রাপ্ত হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + two =