মাহফুজ বুবলীর ‘প্রহেলিকা’র মুক্তি পাবে ঈদে, পোস্টার প্রকাশ

মাহফুজ আহমেদ ও শবনম বুবলী জুটির প্রথম সিনেমা ‘প্রহেলিকা’র ক্যারেক্টার লুকের পোস্টার এসেছে সোশাল মিডিয়ায়। যে পোস্টারে ‘ভয়ঙ্কর’ এক লুকে ধরা দিয়েছেন মাহফুজ। পোস্টার প্রকাশের সঙ্গে ঘোষণা করা হয়েছে সিনেমা মুক্তির সময়।

এর আগে রোজার ঈদে এই সিনেমা মুক্তির কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। নতুন প্রকাশ পাওয়া পোস্টার বলছে, অবশেষে ঈদুল আজহায় আসছে নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় এই সিনেমা।

‘প্রহেলিকা’র মাধ্যমে কয়েকবছর বিরতির পর অভিনয়ে ফিরছেন মাহফুজ, এখানে তার চরিত্রের নাম মনা। সিনেমায় মাহফুজের নায়িকা শবনম বুবলী। আড়াই মাস আগে ইউটিউবে এসেছিল এই সিনেমার গান ‘মেঘের নৌকা’।

‘ক্যারেক্টার লুক পোস্টার’ ফেইসবুকে পোস্ট করেছেন চয়নিকা ও বুবলী। সুন্দরভাবে কাজটি শেষ করায় টিমের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চয়নিকা।

মাহফুজ-বুবলি ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান। সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 − twelve =