মিঠুন-পুত্র নামাশির ‘ব্যাড বয়’ মুক্তি পাচ্ছে ২৮ এপ্রিল

আগামী ২৮ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে রাজকুমার সন্তোষীর নতুন হিন্দি ছবি ‘ব্যাড বয়’। ছবিতে রয়েছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নামাশি। তার বিপরীতে রয়েছেন আমরিন। এই প্রথম দুজন জুটি বেঁধেছেন। রয়েছেন শাশ্বত চ্যাটার্জি, জনি লিভার, রাজপাল যাদব, রাজেশ শর্মা এবং দর্শন জারিওয়ালা।

একটি মধ্যবিত্ত পরিবারের বখে যাওয়া ছেলের সঙ্গে একটি উচ্চ শিক্ষিত মেয়ের প্রেম এবং তাদের জীবন যুদ্ধ নিয়েই তৈরি হয়েছে বিনোদনমূলক এই বাণিজ্যিক ছবিটি।

মুম্বাইয়ে হোলিতে ব্যাড বয়-এর টিজার লঞ্চ করা হয়েছিল। টিজারটিতে রয়েছেন শাশ্বত চ্যাটার্জি এবং আমরিনও। শাশ্বত তার স্বাভাবিক অভিনয়ে দর্শকদের মাতিয়ে রাখবেন, তা বলাই যায়।

সম্প্রতি ‘ব্যাড বয়’-এর প্রথম গান ‘তেরা হুয়া’ রিলিজ করা হয়েছে।  অরিজিৎ সিং এবং জ্যোতিকা টেংরি-র ভিডিওতে নামাশি চক্রবর্তী এবং আমরিনের প্রধান জুটি দেখানো হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সুন্দর লোকেশনে এর শুটিং হয়েছে।

দ্বিতীয় গান ‘আলম না পুছো’ও ভক্তদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে। তৃতীয় গানটি ডান্স বাংলা ড্যান্স রিয়েলিটি শোতে প্রকাশের জন্য প্রস্তুত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − 3 =