মিমের নতুন সিনেমা ‘পথে হলো দেখা’

ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘পথে হলো দেখা’। তার বিপরীতে নায়ক হিসেবে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।জানা গেছে, শনিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম।

‘পথে হলো দেখা’ সিনেমাটি নিয়ে মিম বলেন, ‘‘পথে হলো দেখা’ সিনেমায় আমার চরিত্রের নাম প্রার্থনা। আমার ভীষণ পছন্দ হয়েছে চরিত্রটি। গল্পটাও মিষ্টি প্রেমের। আশা করছি ভালো একটি কাজ হবে।’

মিম নতুন কাজ প্রসঙ্গে বলেন, ‘একটি টেলিভিশন চ্যানেলের প্রযোজনায় নতুন ছবির কাজের কথাবার্তা চলছে। সবকিছু চূড়ান্ত হলে বিস্তারিত বলতে পারবো।’

প্রযোজনা প্রতিষ্ঠান মাস্টার কমিউনিকেশন সূত্রে জানা গেল, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ‘পথে হলো দেখা’র শুটিং শুরু হবে। ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে।জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে এ ছবি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 − 2 =