‘মিল্ক ভিটা প্রতিদিন ২৫ হাজার কেজি পাউডার দুধ উৎপাদন করবে’

সংসদ ভবন, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মিল্ক ভিটা দৈনিক প্রায় ২৫ হাজার কিলোগ্রাম গুঁড়া দুধ উৎপাদন করবে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য চয়ন ইসলামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বলেন, ‘মিল্ক ভিটার কারখানায় দৈনিক প্রায় ২ লাখ লিটার কাঁচা তরল দুধ থেকে প্রতিদিন ২৫ হাজার কেজি দুধের গুঁড়া উৎপাদন সম্ভব হবে।’

মন্ত্রী জানান, এ লক্ষ্যে ইতোমধ্যে সিরাজগঞ্জের বাঘাবাড়ীঘাটে ১০৫ কোটি টাকা ব্যয়ে গুঁড়ো দুধ উৎপাদন কারখানা স্থাপনের কাজ শেষ হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড।

তিনি জানান, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড দুধ উৎপাদন বৃদ্ধি এবং দুগ্ধ খামারিদের উন্নয়নে শাহজাদপুরে মোট ৪৫টি প্রাথমিক সমবায় গঠন করেছে।

মিল্ক ভিটা একটি সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল যা গ্রামাঞ্চলের কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহ করে বাংলাদেশের শহরাঞ্চলে বিক্রি করবে। কোম্পানির উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে তরল দুধ, দই, ক্রিম, গুঁড়া দুধ, মাখন এবং ঘি।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + two =