‘মুজিব’ সিনেমার ডাবিং করলেন তিশা

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা মাতৃত্বকালীন ছুটি শেষে আবারও কাজে ফিরলেন। রোববার থেকে কাজ শুরু করেছেন ‘মুজিব’ সিনেমার ডাবিং দিয়ে। বিষয়টি তিশা নিজেই নিশ্চিত করেছেন।

নুসরাত ইমরোজ তিশা তার সামাজিকমাধ্যম ফেসবুকে পেজে লিখেছেন, ‘ইলহাম তার মায়ের কাজে যাচ্ছে। আস্তে আস্তে কাজ শুরু করছি। প্রথম কাজ হিসাবে বঙ্গবন্ধুর বায়োপিকের ডাবিং দিয়ে কাজ শুরু করলাম।’

এদিকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘মুজিব’। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

‘মুজিব’ সিনেমাটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয় করেছেন একঝাঁক শিল্পী।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 + 19 =