মুশফিক আবারও আইসিসির মাস সেরা মনোনয়নে

আবারও আইসিসি মাস সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন মুশফিকুর রহিম। মে মাসের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারের সঙ্গে আছেন দুই শ্রীলঙ্কান। অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও পেসার আশিথা ফার্নান্দো।

ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে স্মরণীয় সময় কেটেছে মুশফিকের। বাংলাদেশ সিরিজ হারলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশি। দলের দুঃসময়ে সামাল দেওয়া দুই সেঞ্চুরিতে করেন ৩০৩ রান। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের ক্লাবে নাম লেখান তিনি।

এর আগে গত বছর মে মাসে প্রথমবারের মতো আইসিসির মাস সেরা মনোনয়ন পেয়েছিলেন মুশফিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 5 =