মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ক্লদিয়া

ঐতিহাসিক জয়ের পর মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লদিয়া শিনবাউম। মেক্সিকোর সরকারী নির্বাচনী কর্তৃপক্ষের তথ্যমতে, প্রাথমিক ফলাফলে রবিবারের নির্বাচনে ৫৮% থেকে ৬০% ভোট পেয়ে জয়ী হয়েছেন মেক্সিকো সিটির সাবেক এই মেয়র।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক ফলাফল অনুযায়ী প্রধান প্রতিদ্বন্দ্বী জোছিটল গালভেজের চেয়ে ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছেন ক্লদিয়া।

আগামী অক্টোবরের ১ তারিখে মেক্সিকোর বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের স্থলাভিষিক্ত হবেন ক্লদিয়া শিনবাউম। এছাড়া বিদায়ী প্রেসিডেন্টের অগ্রগতি ধরে রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বিজয়ী ভাষণে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি তোমাদের ব্যর্থ করব না।”

জাতীয় নির্বাচনে নারীদের ভোটাধিকার লাভের ৭০ বছর পর কোনো নারী প্রেসিডেন্ট পেল দেশটি। এর আগে ক্লদিয়া মেক্সিকো সিটির মেয়র ছিলেন এবং তিনি একজন বিজ্ঞানীও। ২০১৮ সালে তিনি মেক্সিকো সিটির প্রথম মহিলা মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ২০২৩ পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − thirteen =