‘মেঘনা কন্যা’ আর ‘জ্বীন ২’ সিনেমা নিয়ে ফিরছেন নওশাবা

এবার ঈদে মুক্তি পাচ্ছে কাজী নওশাবা আহমেদের সিনেমা। ফুয়াদ চৌধুরী পরিচালিত ‘মেঘনা কন্যা’ সিনেমায় তাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। আর জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন ২’ সিনেমায় দেখা যাবে অতিথি চরিত্রে। বর্তমানে এই ছবি দুটির প্রচারণায় দারুণ ব্যস্ত সময় পারছেন অভিনেত্রী।

প্রথমবারের মতো ঈদে সিনেমা মুক্তি নিয়ে নওশাবা বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে এটা খুবই আনন্দের। কারণ, ঈদের সিনেমা নিয়ে সবার মতো অভিনয়শিল্পীদেরও আলাদা আগ্রহ থাকে। আমি খুবই উচ্ছ্বসিত। আমি খুবই আনন্দিত দীর্ঘ একটা অপেক্ষার পরে দারুণভাবে ফিরছি। অপেক্ষার ফল পাচ্ছি। এভাবে ফেরার জন্যই হয়তো মুখিয়ে ছিলাম। সত্য ঘটনা অবলম্বনে আমাদের মেঘনা কন্যা আলাদা দর্শক পাবে। সেভাবেই আমরা সিনেমাটিকে তুলে ধরছি।’

তিনি আরও বলেন, ‘ঈদের সিনেমা নিয়ে সব সময়ই স্বপ্ন দেখতাম। শাকিব ভাইয়ের সিনেমার সঙ্গে আমার পোস্টার থাকবে। সেটাই হচ্ছে। আমি খুবই উচ্ছ্বসিত, আনন্দিত। এই যে ঈদে শাকিব খান, রাজ, বুবলী তাঁদের পাশে আমার সিনেমা, এটাকে স্বপ্নবিলাসী মনে হচ্ছে। এখন আমার সিনেমাটি হয়তো অত বড় পরিসরে মুক্তি পাবে না। আমার কাজটি আমি করে গেছি। জওয়ান সিনেমার পাশে যেমন টুয়েলভথ ফেল সিনেমাও কিন্তু প্রশংসা পায়। আমি সিনেমাটির সঙ্গে তুলনা করছি না। সব সিনেমার দর্শক আছে, এটা বোঝানোর জন্য বলেছি। আমি কোনো প্রতিযোগিতায় নেই, ঈদের এই চলচ্চিত্র মেলায় অংশ নিতে পারছি, এটাই বিলাসিতা।’

‘মেঘনা কন্যা’ সিনেমাটি নিয়ে নওশাবা বলেন, ‘মেঘনাপারের সহজ সরল একটি মেয়ে হাসি। তার বাবা একজন গায়েন। তার মেয়ে হাসি চায় নাচ শিখে বড় কিছু হতে। সেই মেয়েটিই একসময় বিক্রি হয়ে যায়। তারপরের গল্পটা পর্দায় তুলে ধরা চ্যালেঞ্জিং ছিল। অন্ধকার জগতের একটি মেয়ের করুণ জীবন। এখানে আমাকে বেশি সহযোগিতা করেছে আমার আগের চরিত্রগুলো। আমার প্রথম সিনেমা উধাও, নাটক ললিতা, পরে আমি টেলিভিশনের এমন চরিত্রের কিছু তথ্যচিত্র করেছি, যার কারণে আমি ব্রোথেলে গিয়েছি। আমার সৌভাগ্য হয়েছে অন্ধকার জগতের মেয়েদের জীবনটা কাছ থেকে দেখার। তাদের লড়াইয়ের কাছে আমার লড়াই অনেক তুচ্ছ।’

শুধু বাংলাদেশ নয়, কলকাতার সিনেমাতেও সম্প্রতি অভিনয় করেছেন এই অভিনেত্রী। ‘যত কাণ্ড কলকাতাতেই’ নামের সেই সিনেমাটি নিয়ে নওশাবা বলেন, ‘সিনেমায় আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। সিনেমাটি আমার জন্য অনেক বড় পরীক্ষা ছিল। কতটা পাস করতে পারলাম, সেটা দর্শক বলবেন। এমন চরিত্রে সুযোগ দেওয়ার জন্য পরিচালক অনিক দত্তের কাছে কৃতজ্ঞতা। সিনেমাটির শুটিং শেষ করেছি। ডাবিংয়ে অংশ নেব। আগামী দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি পাবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − thirteen =