মেট্রোরেলের টিকিট কেটে প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনের কনকোর্স লেভেলের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে ৫০০ টাকা পরিশোধ করে তিনি এই পাস নেন। একই সঙ্গে ছোট বোন শেখ রেহানাও একটি পাস নেন। প্রধানমন্ত্রী মোট এক হাজার টাকা পরিশোধ করেন।

মেট্রোরেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়নে এবং অগ্রযাত্রায় আরেকটি ফলক আজ ঢাকায় সংযোজন করতে পেরেছি এটাই সবচেয়ে বড় কথা। কিছুক্ষণ আগে মেট্রোরেল উদ্বোধন করা হয়েছে। আমার সঙ্গে আছেন প্রিয় ছোট বোন শেখ রেহানা।

এসময় দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের টিকিট কেটে উত্তরা স্টেশন থেকে চড়ে আগারগাঁও স্টেশনের উদ্দ্যেশে রওনা দেন। উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পযর্ন্ত প্রধানমন্ত্রীকে নিয়ে স্বপ্নযাত্রার প্রথম চালক লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম আফিজা তাকে গন্তব্যে নামিয়ে দিবেন।

এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেল উদ্বোধনের পর প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − 14 =