মোসাদ্দেকের ৫ উইকেট, লিটনের ফিফটিতে অনায়াস জয়

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে সহজেই হারিয়ে সিরিজে টিকে থাকল নুরুল হাসান সোহানের দল। জিম্বাবুয়ে ইনিংসের ৭ ওভারের মধ‍্যে ৫ উইকেট তুলে নিয়ে আসল কাজটা করে দেন মোসাদ্দেক হোসেন। পরে সিকান্দার রাজার ফিফটি ও রায়ার্ন বার্লের সঙ্গে তার ৮০ রানের জুটিতে লড়াইয়ের আশা জাগায় জিম্বাবুয়ে। সেটা উড়ে গেল লিটনের ঝড়ো ফিফটিতে। বাকিটা অনায়াসে সারলেন আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

টি-টোয়েন্টিতে টানা পাঁচ হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের ক‍্যারিয়ার সেরা বোলিংয়ের পর লিটন দাসের ফিফটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের ১৩৫ রান পেরিয়ে গেছে ১৫ বল বাকি থাকতে।

২৮ বলে একটি করে ছক্কা ও চারে ৩০ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন। ২১ বলে এক চারে ১৯ রান করেন নাজমুল হোসেন শান্ত।

হার দিয়ে শুরুর পর দ্বিতীয় ম‍্যাচেই জয়ের আনন্দে ভাসলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। আগামী মঙ্গলবার সিরিজ জয়ের লক্ষ‍্যে মাঠে নামবে তার দল।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩৫/৮ (চাকাভা ০, আরভিন ১, মাধেভেরে ৪, রাজা ৬২, উইলিয়ামস ৮, শুম্বা ৩, বার্ল ৩২, জঙ্গুয়ে ১০, মাসাকাদজা ৬, এনগারাভা ০*; মোসাদ্দেক ৪-০-২০-৫, মেহেদি ৩-০-১০-০, মুস্তাফিজ ৪-০-৩০-১, শরিফুল ৪-০-৩৭-০, হাসান ৪-০-২৬-১, আফিফ ১-০-১২-০)

বাংলাদেশ: ১৭.৩ ওভারে ১৩৬/৩ (লিটন ৫৬, মুনিম ৭, এনামুল ১৬, আফিফ ৩০*, শান্ত ১৯*; মাসাকাদজা ৩-০-২২-০, এনগাভা ৩-০-২৩-১, চিভাঙ্গা ১.৩-০-১৯-০, উইলিয়ামস ২-০-১৩-১, বার্ল ১-০-১২-০, রাজা ৩-০-১৮-১, মাধেভেরে ৩-০-১৮-০, জঙ্গুয়ে ১-০-৭-০)

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × two =