শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে নেট দুনিয়ায়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার একটি পেজ তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করে পোস্ট করেন যার ফলে শ্রদ্ধার বিয়ে নিয়ে বিভ্রান্তি আরো বেড়ে যায়। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পেজ দাবি করে উদয়পুরের এক হেরিটেজ প্রাসাদেই বসতে চলেছে শ্রদ্ধা ও রাহুল মোদির বিয়ের আসর।
পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে মন্তব্যঘর। এরই মধ্যে শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর হাসিমাখা ও হতবাক ইমোজি দিয়ে লেখেন, ‘আমিও জানতাম না বিয়ের খবর। আমার জন্যও নতুন বিষয়টি।’
সিদ্ধান্ত কাপুরের এই মন্তব্যই যথেষ্ট ছিল পুরো বিয়ের বিষয়টি যে গুঞ্জন তা নিশ্চিত করার জন্য। কয়েক দিন আগেই নিজের বিয়ে নিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন শ্রদ্ধা কাপুর। অনুরাগীদের সরাসরি প্রশ্নের মুখে একবাক্যে জানিয়েছিলেন, ‘আমি বিয়ে করছি।’ সেই মন্তব্যের পর থেকেই বলিউডে জোর গুঞ্জন, এ বছরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর।
এদিকে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির সম্পর্ক বলিউডে নতুন খবর নয়। এই জুটিকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে কফিশপ, রেস্তোরাঁ, সিনেমার প্রিমিয়ার থেকে শুরু করে বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে। পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি সেই মুহূর্ত ঘিরে কম চর্চা হয়নি সিনেদুনিয়ায়।
ইন্ড্রাস্টিতে রাহুল মোদির পরিচিতি কম নয়। সহকারী পরিচালক হওয়ার পাশাপাশি গল্পকার হিসেবে পরিচিত রাহুল মোদি। ‘প্যায়ার কা পাঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’র মতো হিট সিনেমার সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার বেশ সুনাম রয়েছে।