মোমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে অলআউট বাংলাদেশ

বাঁ-হাতি ব্যাটার মোমিনুল হকের সেঞ্চুরি সত্বেও   ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংস সমৃদ্ধ করতে পারেনি বাংলাদেশ।  চতুর্থ দিন ২৩৩ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। ১০৭ রানে অপরাজিত ছিলেন মোমিনুল। খবর বাসস

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বৃষ্টির কারনে মাঠ খেলার উপযোগী না থাকায় দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হবার পর আজ চতুর্থ দিন আবরো ব্যাটিংয়ে নামে বাংলাদেশ এর আগে প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান করেছিলো বাংলাদেশ। চতুর্থ দিন মোমিনুল ৪০ ও মুশফিকুর রহিম ৬ রান নিয়ে খেলতে নামেন। দিনের ষষ্ঠ ওভারে মুশফিককে ১১ রানে বোল্ড করেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। মুশফিক ফেরার পর দ্রুত সাজঘরে ফিরেন উইকেটরক্ষক লিটন দাস ও সাকিব আল হাসান। লিটন ১৩ রান করে পেসার মোহাম্মদ সিরাজের এবং সাকিব ৯ রানে স্পিনার রবীচন্দ্রন অশি^নের শিকার হন।

১৭০ রানে ষষ্ঠ উইকেট পতনের পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৬৫তম ম্যাচে ১৩তম সেঞ্চুরি পূর্ণ করেন মোমিনুল। ভারতের বিপক্ষে প্রথম ও বিদেশের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নিলেন এই বাঁ-হাতি ব্যাটার।

সপ্তম উইকেটে মোমিনুলের সাথে ৫৪ রানের জুটি গড়ে আউট হন মিরাজ। ৪টি চারে ২০ রান করেন তিনি। দলীয় ২২৪ রানে মিরাজ ফেরার পর লোয়ার অর্ডারের ব্যর্থতায় ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। সতীর্থদের যাওয়া-আসার মাঝে অন্যপ্রান্তে ১০৭ রানে অপরাজিত ছিলেন মোমিনুল। ১৯৪ বলের ইনিংসে ১৭টি চার ও ১টি ছক্কা ছিলো তার।

বুমরাহ ৩টি, সিরাজ-অশ্বিন ও আকাশ দীপ ২টি করে এবং রবীন্দ্র জাদেজা ১ উইকেট নেন। ক্যারিয়ারের ৭৪তম টেস্টে ৩’শ উইকেট পূর্ণ করেছেন জাদেজা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − 2 =