মোশাররফকে চমকে দিলেন ভারতীয় ভক্ত

পশ্চিমবঙ্গের অশোকনগর নাট্যোৎসবে এ বছর আমন্ত্রণ পেয়েছিলেন মোশাররফ করিম। ২৬ নভেম্বর ছয় দিনের উৎসবটি উদ্বোধন করেন মোশাররফ ও পশ্চিমবঙ্গের অভিনেতা-নির্মাতা ব্রাত্য বসু। এই উৎসবে মোশাররফের অংশগ্রহণ দুটি ঘটনার কারণে বেশ আলোচিত হচ্ছে।

মাইকে ঘোষণা করা হচ্ছে, ‘আমরা প্রথমেই বরণ করে নেব এবারের নাট্যোৎসবের উদ্বোধক, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অভিনেতা, বাঙালি হিসেবে যাঁকে নিয়ে আমরা গর্ব বোধ করি, সেই মোশাররফ করিমকে।’ ফুল ও ক্রেস্ট দিয়ে, উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয় মোশাররফকে। এবার বক্তৃতার পালা। মাইক্রোফোন হাতে নিয়ে মোশাররফ বললেন, ‘আমি এখানে আরও একবার আসতে চাই। অথবা বহুবার। আসতে চাই অভিনয় করার জন্যই। ইচ্ছা করছে, এখানকার মঞ্চে অভিনয় করি।’

মোশাররফ করিমের এসব কথায় উপস্থিত দর্শকদের মধ্যে সাড়া পড়ে যায়। হাততালি দিয়ে তাঁর এই ইচ্ছার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন দর্শকেরা। অশোকনগর নাট্যোৎসবের উদ্যোক্তা নারায়ণ গোস্বামী ও ব্রাত্য বসু দুজনই সবাইকে আশ্বস্ত করেন, পরের বছর আবারও আমন্ত্রণ জানানো হবে মোশাররফকে।

মোশাররফ যখন তাঁর বক্তৃতার শেষের দিকে, দর্শকসারি থেকে কয়েকজন তাঁকে অনুরোধ করেন ‘এক বস্তা টাকা’ সংলাপটি শোনাতে। তিনি বুঝতে পারছিলেন না, ঠিক কোন নাটকের সংলাপ শুনতে চাচ্ছেন তাঁরা। এ সময় এগিয়ে আসেন এক যুবক। মোশাররফ তাঁর দিকে মাইক্রোফোন এগিয়ে দেন। এরপর যুবকটি গড়গড় করে বলে যান মোশাররফ-নাদিয়া অভিনীত, মোহন আহমেদ পরিচালিত ‘টাকার খেলা’ নাটকের একটি দৃশ্যের সংলাপ।

ভক্তের অভিনয়ে বিস্মিত হন মোশাররফ। মঞ্চে পুরোটা সময় দাঁড়িয়ে ভক্তের মুখে নিজের সংলাপ শোনেন। তারপর আঞ্চলিক ভাষায় বলেন, ‘এত বড় সংলাপ আমি কতি পারব না। ও যিরাম করি বলিছে, তা খুব অসাধারণ হয়িছে। কিরাম করি ছেলেডা পারল, তাই আমি ভাবতিছি।’ মোশাররফ যুবকের পরিচয় জিজ্ঞেস করলে তিনি জানান, তাঁর নাম ইব্রাহিম শেখ। থাকেন বাংলাদেশ সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে।

 ‘বিষয়গুলোকে বড় করে দেখি না’

অশোকনগর নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা ঘিরে ধরেন মোশাররফ করিমকে। একজন প্রশ্ন করেন ক্রিকেট বিশ্বকাপে ভারতের পরাজয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একটা অংশের ‘উল্লাস’ নিয়ে। এর আগে একই বিষয়ে কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন চঞ্চল চৌধুরী। তাই মোশাররফ দিলেন সাবধানী উত্তর, বললেন, ‘আমার মনে হয়, খেলা মাঠের মধ্যে থাকাই ভালো। আর খেলা তো খেলাই। এই জিনিসগুলোকে বিভিন্নভাবে উসকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটা সুখকর মনে হয় না। আর এই বিষয়গুলোকে আমি খুব বড় করে দেখি না। এগুলো সময়ের সঙ্গে মিলিয়ে যায়।’

১৯ জানুয়ারি ‘হুব্বা’

‘ডিকশনারি’র পর পশ্চিমবঙ্গে মোশাররফ করিমের দ্বিতীয় সিনেমা ‘হুব্বা’। ব্রাত্য বসু পরিচালিত সিনেমাটি মুক্তির কথা ছিল আগামী ডিসেম্বরে। তবে একের পর এক বিগ বাজেটের বলিউড সিনেমা মুক্তির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে পরিচালক জানিয়েছেন, হুব্বার মুক্তির তারিখ ঠিক করা হয়েছে আগামী বছরের ১৯ জানুয়ারি।

ব্রাত্য বসু বলেন, ‘গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল হুব্বার। কিন্তু তখন মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। আর এবারের ডিসেম্বরে রণবীর কাপুরের “অ্যানিমেল”, শাহরুখের “ডানকি” এবং প্রভাসের “সালার” সিনেমার কারণেই হুব্বার মুক্তি পেছাতে হলো। কারণ, প্রযোজক চান না এই হেভিওয়েট সিনেমার সঙ্গে বক্স অফিসে লড়াইয়ে আসুক হুব্বা। সিনেমা হলে শো পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। ব্যবসার কথা ভেবেই ১৯ জানুয়ারি হুব্বা রিলিজের তারিখ ঠিক করা হয়েছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 − fourteen =