মৌসুমী হামিদের জন্মদিন আজ

দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ এই দিনে (১২ অক্টোবর) পৃথিবীতে এসেছিলেন। সাতক্ষীরার জেলার কালীগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। নিজের এলাকায় পড়াশোনা শেষ করার পর তিনি খুলনায় আজম খান কমার্স কলেজে ভর্তি হন এবং শিক্ষাজীবন শেষ করেন। মিডিয়াতে মৌসুমী হামিদের পথচলা শুরু ২০১০ সালে। পরে ২০১১ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে টিভি নাটকে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। অভিনয় করেছেন সিনেমার পর্দায়ও। মৌসুমী অভিনীত ‘বাদাবন’ টেলিছবিটি ব্যাপক আলোচিত হয়। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে- ব্ল্যাকমানি, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২, ব্ল্যাক মেইল, জালালের গল্প। ২০১৩ সালে ‘টেলিভিশন মজিদ’ নাটকে অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’ হিসেবে আরটিভি স্টার অ্যাওয়ার্ড লাভ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + 2 =