ম্যানচেস্টার টেস্ট পরাজয় এড়ানোর সম্ভাবনা জাগিয়েছে ভারত

টেন্ডুলকার-অ্যান্ডার্সন টেস্ট সিরিজ

ভারত ইংল্যান্ড ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম তিনটি শেষ হবার পর ২-১ এগিয়ে থাকা ইংল্যান্ড ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠারত চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসে সংগ্রহীত ৩৫৮ রানের জবাবে ৬৬৯ রান সংগ্রহ করে ২১১ রানের বিশাল ব্যাবধানে এগিয়ে যায়. ভারত কিন্তু মুষড়ে পরে নি. দেয়ালে পিঠ রেখে লড়াই করে ভারত চতুর্থ দিন শেষে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৪ রান. ভারত এখনো পিছিয়ে আছে ১৩৭ রানে। ভারতের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে শুন্য রানে দুই উইকেট পরে যাবার পর কে এল রাহুল (৮৭*) এবং শুভমান গিল (৭৮*) অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ১৭৪ রান করে পরাজয় এড়ানোর উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি করেছে। কে জানে পঞ্চম দিনে ভারত কিছু নাটকীয় কিছু করতে পারে কিনা। তবে উইকেট তেমন কোনো সম্ভাবনা সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে না. তবুও রাহুল -গিলের লড়াই দেখে মনে পড়ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কলকাতা টেস্টে একই রকম ম্যাচ পরিস্থিতে রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষণের বীরোচিত ঐতিহাসিক অর্জনের কথা.

চতুর্থ দিন সকালে ইংল্যান্ড শুরু করেছিল ৫৪৪/৭ করে ১৮৬ রান এগিয়ে থেকে। সেখান থেকে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে ইংল্যান্ড ইনিংস ৬৬৯ পর্যন্ত নিয়ে গেলে অনেকেই ভেবে নিয়েছিল ২১১ রানের বিশাল ব্যাবধানে পিছিয়ে থাকা ভারত হয়তো প্রচন্ড মানসিক চেইপ ভেঙে পড়বে। দ্বিতীয় ইনিংসের ক্রিস ওকসের প্রথম ওভারেই ০ রানে  জাসভি  জয়সোয়াল (০) এবং শাই সুন্দরাম (০) বিদায় নিলে শঙ্কা জাগে হয়তো ভারত ইনিংস ব্যাবধানে হারতে চলেছে। কিন্তু দেয়ালে পিঠ রেখে দারুন ব্যাটিং করে গোটা সিরিজে ধারাবাহিক ভালো খেলতে থাকা কে এল রাহুল (৮৭* ) আর প্রথম দুই টেস্টে নানা ব্যাটিং মাইল ফলক স্রস্টা ভারত অধিনায়ক শুভমান গিল (৭৮*) . ভারত এখনো ৮ উইকেট হাতে রেখে ১৩৭ রান পিছিয়ে আছে. শেষ দিন প্রথম সেশনে ইংল্যান্ড দ্রুত ভারতকে গুটিয়ে না দিলে ভারত হয়ত টেস্ট পরাজয় এড়াতেও পারে। অবশ্য ১৫০ রান লিড নিয়ে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ধসিয়ে দিবে সেই সম্ভাবনা দেখছি না. যাহোক সিরিজের আগের টেস্ট গুলোর মত ম্যানচেস্টার টেস্টের আকর্ষণ শেষ দিনের শেষ সেশন পর্যন্ত অক্ষুন্ন আছে সেটি বড় কথা.

টেন্ডুলকার-অ্যান্ডার্সন টেস্ট সিরিজম্যানচেস্টার টেস্ট

ভারত প্রথম ইনিংস ৩৫৮ অল আউট ( শাই সুন্দরাম ৬১, ঋষভ পান্ট ৫৪, কে এল রাহুল ৪৬, শার্দুল ঠাকুর ৪১, বেন স্টোকস ৫/৭২ ,জফরা আর্চার ৩/৭৩ ) এবং ১৭৪/২ ( কে এল রাহুল ৮৭*, শুভমান গিল ৭৮* , ক্রিস ওকস ২/ ৪৮)

ইংল্যান্ড ৬৬৯ অল আউট ( জো ৰূট ১৫০, বেন স্টোকস ১৪১, বেন ডাকেট ৯৪, জ্যাক ক্রলি ৮৪, ব্রেইডন কার্স ৪৭, রাভিন্দ্রা জাদেজা ৪/১৪৩, ওয়াশিংটন সুন্দর ২/১০৭, জাসপ্রিত বুমরা ২/১১২)

ইংল্যান্ড ১৩৭ রানে এগিয়ে আছে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seven + twelve =