যখন ক্লিনফিড পাঠাবে তখন থেকে সম্প্রচার: তথ্যমন্ত্রী

বুধবার (৬ অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আ‌য়ো‌জিত সংলাপে তিনি এ কথা ব‌লেন।

বাংলাদেশের বিজ্ঞাপন বিদেশি টিভিতে সম্প্রচার বন্ধ করা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে হাছান মাহমুদ বলেন, ক্লিনফিডের জন্য দুই বছর আগে বলা হয়েছিল, এরপর সবার সঙ্গে বৈঠক করে ক্লিনফিড বাস্তবায়নের সময় ঠিক করা হয়। অপারেটররা এখন বলছে তারা (বিদেশি টিভি চ্যানেল) ক্লিনফিড পাঠাবে। যখন ক্লিনফিড পাঠাবে তখন থেকে সম্প্রচার শুরু হবে। অনেক টিভি চ্যানেল এখন ক্লিনফিডসহ বাংলাদেশে সম্প্রচার হচ্ছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, এক সময় টিভির সিরিয়াল মানা হতো না। টিভি কর্তৃপক্ষকে এ জন্য নানা ধরনের দেন দরবার করতে হতো, কেবল অপারেটরদের দ্বারে দ্বারে ঘুরতে হতো। কেবল অপারেটররা কারোটা উপরে তুলতেন, আবার কারোটা নিচে নামাতেন। এখন সম্প্রচারে আসার সময় অনুযায়ী টিভি চ্যানেলের ক্রম করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 + seven =