যমজ সন্তানের মা হয়েছেন ‘অ্যাকুয়াম্যান’ খ্যাত হলিউডের আলোচিত অভিনেত্রী অ্যাম্বার হার্ড। নিজের পায়ের সঙ্গে দুই জোড়া ছোট্ট পায়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সন্তান জন্মদানের এই খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন বলে লিখেছে বিবিসি।
হার্ড লিখেছেন, যমজ সন্তানের মধ্যে একটি মেয়ে, যার নাম রেখেছেন অ্যাগনেস; আর ছেলের নাম ওশান। চার বছর আগে হার্ডের প্রথম কন্যা সন্তান ওনাঘের জন্ম হয়েছিল।
২০২৫ সালে মা দিবসটি তিনি কখনোই ভুলবেন না জানিয়ে অভিনেত্রী লিখেছেন. “বছরের পর বছর ধরে যে পরিবারটি গড়ে তোলার চেষ্টা করে আসছি, আর সেই পূর্ণতা উদযাপনের অভিব্যক্তি প্রকাশের ভাষা জানা নেই। আজ আনুষ্ঠানিকভাবে খবরটি জানাচ্ছি, আমি হার্ড গ্যাংয়ে যমজদের স্বাগত জানিয়েছি।”
দ্বিতীবার মা হওয়ার অনুভূতি ব্যক্ত করে হার্ড লিখেছেন, “চার বছর আগে যখন আমার মেয়ে ওনাঘের জন্ম হয়েছিল, আমার পৃথিবী চিরতরে বদলে গিয়েছিল। মনে হয়েছিল, এর চেয়ে বড় কোনো আনন্দ আর নেই। এখন অ্যাগনেস ও ওশেন আমার হৃদয় পূর্ণ করেছে।সন্তানদের নিয়ে আমার সেই আনন্দ এখন তিনগুণ বেড়ে গেছে।“
হার্ডের কথায়, “আমি ভেবেচিন্তে ও দায়িত্বশীলভাবে মাতৃত্ব বেছে নিয়েছি। পরিবার গড়ার স্বপ্ন আমি বহু বছর ধরে লালন করেছি। ফার্টিলিটি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নিজের ইচ্ছায় মা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।”
সব মায়েদের উদ্দেশে হার্ড লিখেছেন, “আপনারা আজ যেখানেই থাকুন না কেন এবং যে পথেই মাতৃত্বে পৌঁছান না কেন, আমি ও আমার স্বপ্নের পরিবার আপনাদের সঙ্গে উদযাপন করছি।”