যানজট এড়াতে বাইক রাইডে অমিতাভ

অপরিচিত এক লোকের মোটরবাইকের পেছনের আসনে চড়ে যাচ্ছেন অমিতাভ বচ্চন। ইনস্টাগ্রামে এমন একটি ছবি শেয়ার করেছেন এ মেগাস্টার। রাইড দেয়ার জন্য লোকটিকে ধন্যবাদও দিয়েছেন তিনি। তার বদান্যতায় কৃতজ্ঞতা জানিয়েছেন। মূলত যানজট এড়িয়ে দ্রুত কর্মস্থলে পৌঁছানোর জন্য রাইড নিয়েছিলেন বিগ বি।

৮০ বছর বয়সী এ অভিনেতা জানান, যে লোক তাকে কর্মস্থলে পৌঁছে দিয়েছেন, তাকে তিনি চেনেন না। কিন্তু তার কারণেই তিনি যথাসময়ে কর্মস্থলে পৌঁছতে পেরেছেন। ইনস্টাগ্রামে অমিতাভ লিখেছেন, ‘রাইডের জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু। আমি তোমাকে চিনি না। কিন্তু ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছে দিয়ে তুমি আমাকে বাধিত করেছ।’

বাইক রাইডটি অমিতাভকে তার কলেজ জীবনের মজার দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। প্রতি রোববার তিনি তার ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। আর তার কাজের সময় নির্দিষ্ট এলাকা ঘেরাও করে রাখা হয়, যাতে শুটিং টিম ভালোভাবে কাজ করতে পারে।

এ ধরনের ছবি শেয়ার করে তিনি তার ব্লগে লেখেন, ‘আর এ হলো কাজ ও কাজ পরবর্তী শুভাকাঙ্ক্ষীদের ছবি। বাইকে চড়া ও বাইক চালানোর আগ্রহ কখনো ফুরিয়ে যায় না। আমার পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সেই কলেজ দিনগুলোর কথা। দল বেঁধে বনভোজন করার কথা। এমনকি কখনো পারিবারিক গাড়ি ব্যবহারের অনুমতিও পাওয়া যেত। আহা, কী মজার সময় ছিল!’

অমিতাভ বচ্চনের এখনো মাঝে মধ্যে নিজে গাড়ি চালিয়ে কাজে যেতে ইচ্ছা করে। কিন্তু রাস্তায় অন্য চালকদের অবস্থা দেখে তিনি ভয় পান। তারা প্রতিনিয়ত আইন ভঙ্গ করে। ট্রাফিক সিগন্যাল মানার কোনো বালাই নেই। চালকদের এমন আচরণে রীতিমতো হতাশ এ অভিনেতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − five =