রওনকের পরিচালনায় প্রথম প্রামাণ্য চলচ্চিত্র

অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণে অনেক আগেই নাম লিখিয়েছেন রওনক হাসান। এবার তিনি বানালেন প্রামাণ্য চলচ্চিত্র। ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ নামের ৪০ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে আজ। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসবে সন্ধ্যা ৬টায় দেখানো হবে চলচ্চিত্রটি।

১৯৫২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সংস্কৃতিকর্মীদের যে অবদান, ভূমিকা এবং সংস্কৃতি বিকাশের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। রওনক হাসান বলেন, ‘এটা শুধুই একটি ডকুফিল্ম নয়, চলচ্চিত্রের চেয়ে বেশি কিছু। এখানে সাংস্কৃতিক আন্দোলনের মোটিভেশনাল জায়গা আছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সংস্কৃতিকর্মীদের যে অবদান, সেটা তুলে ধরা হয়েছে। এ ছাড়া আমাদের দেশে সংস্কৃতির যেভাবে বিকাশ হচ্ছে, সে জায়গা থেকেও আমরা সন্তুষ্ট নই। সংস্কৃতিকর্মীদের কিছু দাবি আছে। সেই দাবির কথা আছে এখানে।’

প্রথমবার প্রামাণ্য চলচ্চিত্র পরিচালনার অভিজ্ঞতা জানিয়ে রওনক হাসান বলেন, ‘নাটক পরিচালনা করলেও চলচ্চিত্রের বিষয়টি অন্য রকম। সেই জায়গা থেকে নিজেকে দেখার একটি বিষয় ছিল যে চলচ্চিত্রের জন্য আমি কতটা প্রস্তুত। কতটুকু পেরেছি, সেটার পরীক্ষা হবে কাল (আজ)। তবে আমার মনে হয়েছে, চলচ্চিত্র বিষয়টি অনেক কঠিন।’

ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, আহসান হাবীব নাসিম, রওনক হাসান, তানজিকা আমিন, ইমতিয়াজ বর্ষণ, নওরীন হাসান খান জেনি, জয়িতা মহলানবীশ, রাকিব হোসেন ইভন প্রমুখ। এই প্রামাণ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন রওনক হাসানের ছেলে রণজয় হাসান। নিজের পরিচালনায় ছেলের অভিনয় নিয়ে রওনক বলেন, ‘একজন সংস্কৃতিকর্মী হিসেবে এমনিতেই এটি আমার কাছে বিশেষ একটি নির্মাণ। আমার ছেলে এতে অভিনয় করেছে; যা ভীষণ ভালো লাগার ও আবেগের বিষয়। সে খুব ভালো করেছে। শুধু রণজয় নয়, সবাই খুব ভালো অভিনয় করেছেন। অভিনয়শিল্পী থেকে শুরু করে ইউনিটের সবাই সহায়তা করেছেন আমাকে।’

পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন রওনক। প্রযোজনা করেছেন আহকাম উল্লাহ। আজ উদ্বোধনী প্রদর্শনীর পর দেশের প্রতিটি জেলা, উপজেলা, থানায় প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − fourteen =