রক গায়ক ব্রায়ান অ্যাডামসের জন্মদিন আজ

রক গায়ক ব্রায়ান অ্যাডামসের জন্মদিন আজ। ১৯৫৯ সালে কানাডায় তার জন্ম। ১৫ বছর বয়সে প্রথম ব্যান্ডে যোগ দেন, আর প্রথম অ্যালবাম বের হয় ২০ বছর বয়সে।

১৯৮০ সালে স্বনামে প্রথম অ্যালবাম প্রকাশ করলেও খুব একাটা সাড়া মেলেনি। এমনকি দ্বিতীয় ও তৃতীয় অ্যালবামেও না। ১৯৮৪ সালে প্রকাশিত ‘‘র‍্যাকলেস’’ অ্যালবামের ‘সামার অব ৬৯’ গানটি তাঁকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে। সেই থেকে শুরু,  গত প্রায় চার দশক ধরে সংগীত ভুবন চষে বেড়াচ্ছেন ব্রায়ান অ্যাডামস। চিত্তাকর্ষক সুর, গানের কথা এবং মনোমুগ্ধকর মঞ্চ পরিবেশনা দিয়ে সারা বিশ্বের সংগীত পিপাসুদের মনে জায়গা করে নিয়েছেন এই শিল্পী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 1 =