রন্ধনশিল্পী কানিজ ফাতেমা রিপা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

ঐতিহ্যবাহী পুরনো ঢাকার জনপ্রিয় রন্ধন শিল্পী কানিজ ফাতেমা রিপা গত ৮ই অক্টোবর রাত ১০-৩০ মি. কক্সবাজারে সড়ক দুর্ঘ টনায় গুরুতর আহত হলে তাকে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎকের পরামর্শে রাতে এ্যাম্বুলেন্স যোগে ঢাকা শ্যামলীর এক প্রাইভেট অর্থোপেটিক হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে অর্থোপেটিক প্রফেসর ডা. জাহেদুল হক খানের তত্বাবধায়নে তার চিকিৎসা চালছে। আগামী ৪/৫ দিনের মধ্যেই তার পায়ে অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসক জানিয়েছেন।

প্রসঙ্গত দীর্ঘ ১৮ বছর যাবত রিপা পুরনো ঢাকার এতিহ্যবাহী রান্নাকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরছেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা,সাপ্তাহিক,পাক্ষিক ম্যাগাজিনে রন্ধন কৌশল ও ঐতিহ্যবাহী পুরনো ঢাকার মুখরোচক রান্না নিয়ে লেখা লেখি করছেন।বিভিন্ন টেলিভিশন চ্যালেনে ও এ বিষয়ে কাজ করেছেন তিনি।এসি আই পিওর আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগীতায় সন্মানীত বিচারকের দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি দায়েমী ফাউন্ডেশনের রন্ধন বিশেষজ্ঞের দায়িত্ব পালন করছেন। এ গুনী রন্ধন শিল্পী দ্রুত সুস্হতা কামনায় সকলের দোয়া কামনা করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + seventeen =