রবীন্দ্রজয়ন্তীতে ‘চিত্রাঙ্গদা’

৭ মে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে স্বপ্নদলের নাটক ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথ ঠাকুর মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২ সালে কাব্যনাট্যরূপে এবং ১৯৩৬ সালে নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি তৈরি হয়েছে কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে। গবেষণাগার নাট্যরীতিতে এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। বিভিন্ন চরিত্রে অভিনয়ে আছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, নিশক প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − 7 =