‘রাখি আর আমি বিবাহিত’ জানলেন আদিল

সংবাদমাধ্যমে আদিল জানিয়েছেন, “আমি আর রাখি বিবাহিত। আমরা একে অপরকে বিশ্বাস করি আর দুজনে সুখী। আমার পরিবার এখনও এই সম্পর্ক মেনে নেয়নি। বিষয়টি সম্পূর্ণ জানে না। চেষ্টা করি তাদেরকে মানাতে। বেশ কিছুদিন সময় লাগবে। এতদিন আমি বিষয়টি লুকিয়েছিলাম কারণ আমি জানি রাখি যেখানে থাকবে সেখানেই একটা বিতর্ক তৈরি হবে। এটার জন্যই আমি পরিবারের থেকে সবটা লুকিয়ে রেখেছিলাম।”

যত কাণ্ড রাখির বিয়ে নিয়ে। একের পর এক টুইস্ট। কখনও রাখির সঙ্গে বিয়েকে নাকচ করছেন প্রেমিক আদিল। কখন আবার বলছেন, ছড়িয়ে পড়া নিকাহর ভিডিও আসলে ভুয়া। আর এবার তো পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন রাখির প্রেমিক আদিল দুরানি।

সোশ্যাল মিডিয়ার হাত ধরে বুধবার হঠাৎ করেই ভাইরাল হয় রাখি সাওয়ান্ত ও আদিল খানের বিয়ের ছবি। এই বিয়ে নিয়ে রাখি এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ অবশ্য খোলেননি। তবে বিয়ের সার্টিফিকেটই স্পষ্ট করল একথা।

তবে শুধু বিয়ে নয়। এবার খবরে এসেছে বিয়ের পরই রাখি নাম বদলে ফেললেন। রাখির নামের সঙ্গে যুক্ত হল ফাতিমা। অর্থাৎ রাখির পুরো নাম রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখি যে নিকাহর পর এই নাম বদলে ফেলেছেন তার প্রমাণ রয়েছে বিয়ের সার্টিফিকেটেই।

গুঞ্জন বলছে, গোপনে আদিলের সঙ্গে রাখি বিয়ে করে ফেলেছেন। ছবিতে দেখা গিয়েছে, গলায় মালা পরে, হাতে বিয়ের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছেন রাখি ও আদিল।

বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত  খোদ নিজেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছিলেন প্রেমিকের নাম আদিল খান ডুরানি। তবে শুধু প্রেমিকের নামই নয়, প্রেমিককে পাশে নিয়ে ভিডিও এবং ছবিও আপলোড করলেন রাখি। আর সেখানেই তিনি জানিয়ে ছিলেন এই নতুন প্রেমের কথা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − 5 =