রাজ-বুবলীর শুটিং শেষ, প্রকাশ্যে ফার্স্টলুক

বড়পর্দায় নতুন জুটি হিসেবে দেখা যাবে শরিফুল রাজ ও শবনম ইয়াসমিন বুবলীকে। সরকারি অনুদানে নির্মিত ছবির নাম ‘দেওয়ালের দেশ’। অনেকটা গোপনেই সিনেমার শুটিং শেষ করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ হয়েছে। এটি নির্মাণ করেছেন পরিচালক মিশুক মনি।

নির্মাতা মিশুক মনির বলেন, আমি চেয়েছিলাম আগে কাজটি সম্পন্ন করি এরপর আলোচনা করা যাবে। আমি চাই মানুষ কাজের আলোচনা করুক। প্রধান চরিত্রে আছেন শবনম ইয়াসমিন বুবলী ও শরিফুল রাজ। আমরা যথেষ্ট যত্ন নিয়ে ‘দেওয়ালের দেশ’ সিনেমাটি নির্মাণ করেছি। একটি অনুষ্ঠানের মাধ্যমে ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে সিনেমাটির বিষয়ে আলোচনা করা হবে।’

অভিনেতা শরিফুল রাজ জানান, এই সিনেমায় কাজ করার পেছনে অবদান হচ্ছে, গল্পটির স্ক্রিপ্ট। আমি এ ধরনের স্ক্রিপ্ট পছন্দ করি। ‘দেয়ালের দেশ’ সিনেমাটির গল্প কিংবা স্ক্রিপ্ট আমার কাছে ভীষণ দারুণ লেগেছিল। এটি একটি অনুদানের সিনেমা। এ ধরনের সিনেমার বাজেটের সমস্যা থাকে। কিন্তু নির্মাতা এত সুন্দর করে সবকিছু ম্যানেজ করেছে। আমি মুগ্ধ। সিনেমায় যতদিন ইনভলভ ছিলাম। আমি ভীষণ এনজয় করেছি। এছাড়াও বুবলি আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন এই সিনেমা সফল করতে। আশা করছি দর্শকদের অনেক ভালো লাগবে। আমরা ভালো ফিডব্যাক পাব। পাশাপাশি এ ধরনের অনুদানের সিনেমার স্ক্রিপ্ট ভালো পেলে অনেক অভিনেতা-অভিনেত্রীরা অনুদানের সিনেমা করতে আগ্রহ পাবে।’

অভিনেত্রী বুবলি বলেন, দেয়ালের দেশ একটি অনুদানের ছবি। কাজ করতে ভীষণ ভালো লেগেছে। আমরা যখন একসাথে প্ল্যানিং করে কাজ করা শুরু করলাম। আমি দেখি, খুবই দুর্দান্ত একটি টিম। এছাড়াও এই ধরনের ক্যারেক্টার আমার পুরো ক্যারিয়ারের মধ্যে আমি করিনি। আমার লুক, অভিনয় ও কাজের মধ্যে ভিন্নতা দেখতে পাওয়া যাবে। যেহেতু এটি একটি অনুদানের সিনেমা। বেশি স্ট্রাগল করে শুটিং করতে হয়েছে। একটা সময় দম বন্ধ হয়ে আসতো। সে সময় পুরো টিম একজন আরেকজনকে সাপোর্ট করেছে। ছবিটি বাজেট কম হলেও নির্মাতা মিশুক নিজে ইনভেস্ট করে এই সিনেমাটি তৈরি করেছে। আশা করছি যখন ট্রেলার বের হবে তখন থেকে শুরু করে সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত সবারই ভালো লাগবে।

২০২০-২০২১ অর্থ বছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপরের বছর এর দৃশ্যধারণের কাজ শুরু। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। ৭ বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + twelve =