রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন

গুঞ্জনের অবসান ঘটিয়ে দিলেন ডমিঙ্গো নিজেই। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হেড কোচের পদ ছেড়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। ডমিঙ্গোর সঙ্গে বিসিবির চুক্তিটা ছিল ২০২৩ সাল পর্যন্ত। জালাল ইউনুস বলেছেন, ‘ডমিঙ্গো পদত্যাগ পত্র মঙ্গলবারই পাঠিয়ে দিয়েছেন। আর সেটা কার্যকর হচ্ছে এখন থেকেই।’

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বড় দিনের ছুটিতে দক্ষিণ আফ্রিকায় চলে যান ডমিঙ্গো। তখন থেকেই তার বিদায় নিয়ে একটা গুঞ্জন চলমান ছিল। ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের পর জালাল ইউনুসও কোচিং প্যানেলে পরিবর্তনের একটা ইঙ্গিত দিয়েছিলেন, ‘আমরা একটা শক্তিশালী দল চাই। কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে, হাইলি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে খেলছি খেলার জন্য, নিচের সারির দলের সঙ্গে জিতে খুশি হচ্ছি। আজ যেমন ভারতের সঙ্গে খুব ক্লোজ ম্যাচ ছিল। তাই আমাদের এমন কোচ দরকার টিমের মধ্যে তার প্রভাব থাকবে।’

গত সোমবার বোর্ড প্রধান নাজমুল হাসানের কথাতেও ছিল একই রকম সুর। তবে ডমিঙ্গোর প্রশংসাও করেছিলেন তিনি, ‘আমরা যদি পারফরম্যান্স দেখি তাহলে রাসেল ডমিঙ্গোর সময় অনেক রেকর্ড হয়েছে। আমরা প্রথম যেটা করি সেটাকে রেকর্ড ধরি। পারফরম্যান্স বলবে রাসেল ডমিঙ্গোর রেকর্ড খুবই ভালো এই কারণে যে, দেশের বাইরেও আমরা জেতা শুরু করেছি। যেটা আমরা কখনো করিনি।’

পরে আরও যোগ করে বলেছেন, ‘যে পরিমাণ খেলা কোচরা এখন যেটা করছে খেলার সময় যোগ দিচ্ছে। কিন্তু খেলোয়াড়দের উন্নতিতে কাজ করতে পারছে না, খেলোয়াড়রাও সময় দিতে পারছে না। এইগুলার মধ্যে একটা সমন্বয় আনা দরকার। কোচিংয়ের সমন্বয় দরকার। এটা নিয়ে মেগা পরিকল্পনা করেছি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − sixteen =