রিহ্যাব এ মো. ওয়াহিদুজ্জামান প্রেসিডেন্ট, লিয়াকত আলী ভূইয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামান। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্রিক ওয়ার্কস লিমিটেড এর চেয়ারম্যান লিয়াকত আলী ভূইয়া। তারা বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হন।

ভাইস প্রেসিডেন্ট-১ পদে হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্ট লি. এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন এম. এ. আউয়াল, ভাইস প্রেসিডেন্ট-২ পদে আক্তার প্রপার্টিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-৩ পদে বেসিক বিল্ডার্স লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) পদে আরমা রিয়েল এস্টেট লিমিটেড এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে ভাইস প্রেসিডেন্ট পদে আর এফ বিল্ডার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাজী দেলোয়ার হোসেন নির্বাচিত হন। আগামী ২ বছর  এ কমিটি দায়িত্ব পালন করবেন।

আজ রিহ্যাব কার্যালয়ে অফিস বেয়ারার পদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট-২ এবং ভাইস প্রেসিডেন্ট-৩ এই ২টি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রিহ্যাব সদস্যদের সরাসরি ভোটে ২৯ জন পরিচালক নির্বাচিত হন। ফলাফল এবং ছবি সংযুক্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − 5 =