রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন এক মঞ্চে

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে এক মঞ্চে সচরাচর দেখা যায় না। চলতি বছর একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা নিতে একসঙ্গে এক মঞ্চে উঠেছিলেন তারা। আবারো এক মঞ্চে দেখা যাবে তাদের। জানা যায়, ১৮ অক্টোবর পদ্মা সেতুর পাড়ে বসবে ‘ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। সেখানেই আলাদা দুটি পরিবেশনা নিয়ে হাজির হচ্ছেন এই দুই সংগীত তারকা।

অনুষ্ঠানটির পরিচালক ইজাজ খান সংবাদমাধ্যমকে জানান, সংগীত নিয়ে দেশের সবচেয়ে বড় এই আয়োজনের  ১৭তম আসর ১৮ অক্টোবর পদ্মা সেতুর পাড়ে বসবে। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন প্রত্যেকে ৬ মিনিট করে গাইবেন।

এবারের আয়োজনে আরো গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, মমতাজ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফি মণ্ডল, ইমরান, কোনাল। এছাড়াও বিভিন্ন সময়ের রিয়্যালিটি শো সেরাকণ্ঠ, খুদে গানরাজ, গানের রাজা ও বাংলার গায়েনের শিল্পীরা। চার ঘণ্টার এই আয়োজনে চলচ্চিত্রের শিল্পীরাও বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 + fifteen =