‘রুমা ভাবি’ রূপে ফিরছেন তানজিকা আমিন

জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’ শেষ হয় ২০২৩ সালে। এতে ‘রুমা ভাবি’ চরিত্রে দর্শকমহলে বেশ আলোচিত হন তানজিকা আমিন।

এবার নাটকটির সিকুয়েল নির্মাণ হচ্ছে।

জানা গেছে, ইতোমধ্যেই শুটিং শুরু হয়েছে। এর মাধ্যমে আরও একবার পর্দায় ফিরছে ‘রুমা ভাবি’।

ধারাবাহিক নাটকে খুব বেশি একটা দেখা যায় না তানজিকা আমিনকে। জানালেন ‘সিটি লাইফ’ নামে একটিমাত্র নাটক এখন চলছে। এর মধ্যে অন্য কোনো ধারাবাহিকে নাম লেখাননি। কিন্তু ‘রুমা ভাবি’ চরিত্রটিকে ফিরিয়ে দিতে পারেননি।

কারণ হিসেবে এই অভিনেত্রীর ভাষ্য, এই চরিত্র নিয়ে দর্শকের কাছে এখনো প্রশংসা পান। রুমা ভাবিকে কেন্দ্র করেই নাটকটির গল্প এগিয়ে যায়। সবার বিপদে পাশে দাঁড়ানো এই মানুষ নিজেই একসময় বিপদে পড়ে।

এদিকে, ওয়েব সিরিজ ‘মহানগর ২’ এবং ‘কালপুরুষ’-এ তানজিকার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তার প্রচার চলতি ধারাবাহিক ‘হাবুর স্কলারশীপ’। নাটকটিও বেশ আলোচিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 5 =