রেকর্ড ব্যবসার আভাস পুষ্পা টু সিনেমার

তিন বছর আগে এসেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনা পরবর্তী সময়ে যখন পুরো ইন্ডাস্ট্রি ধুঁকছিল, ওই সময় প্রায় ৪ শ কোটি রুপি আয় করে ভারতীয় সিনেমাকে পথ দেখিয়েছিল পুষ্পা। এবার দ্বিতীয় পর্বের পালা। ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার অপেক্ষায় অনেকদিন ধরেই আল্লু অর্জুনের ভক্তরা।

এ বছরের ১৫ আগস্ট মুক্তির কথা ছিল, পিছিয়ে ৬ ডিসেম্বর করা হয়। পরে আবার মুক্তির তারিখ একদিন এগিয়ে আনা হয়। সে হিসেবে আগামী ৫ ডিসেম্বর বক্স অফিসে উঠবে পুষ্পা ঝড়।

এক মাস আগে থেকেই পুষ্পা ঝড়ের আওয়াজ বেশ জোরেসোরেই শোনা যাচ্ছে। এবার হাজার কোটি রুপির লক্ষ নিয়ে মাঠে নেমেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলরা। এরইমধ্যে শুরু হয়েছে অগ্রীম টিকিট বিক্রি। এখন থেকেই যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে অনুমান, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে আড়াই শ কোটি রুপির বেশি ব্যবসা করে রেকর্ড গড়বে পুষ্পা টু।

পুষ্পা দক্ষিণি সিনেমা হলেও এরসঙ্গে জড়িয়ে গেছে বাংলার নাম। প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা হিসেবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি বাংলাতেও মুক্তি পাবে পুষ্পা টু। শুধু বাংলায় ডাবিং নয়, আসবে সিনেমার গানগুলোরও বাংলা সংস্করণ। বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য এটা নিঃসন্দেহে দারুণ খবর।

আরেকটি দারুণ খবর জানা গেল আজ। সিনেমাটির পরিবেশক প্রাথিয়াঙ্গিরা সিনেমাস জানিয়েছে, বিশ্বের ছয় শ লোকেশনে প্রথম দিনে ২ হাজার ২ শর বেশি শো হবে পুষ্পা টুর। প্রথম দিনের প্রি-বুকিংয়ের হিসেবে অন্ধ্রপ্রদেশ থেকে ৮৫ কোটি, কর্ণাটকে ২০ কোটি, তামিলনাড়ুতে ১২ কোটি, কেরালায় ৮ কোটি, ভারতের অন্যান্য অংশ থেকে ৭৫ কোটি রুপি ঘরে তুলবে সিনেমাটি। বিদেশের মার্কেট থেকে আসবে ৭০ কোটি রুপি। সব মিলিয়ে ওপেনিংয়ে ২৭০ কোটি আয় করে রেকর্ড করতে যাচ্ছে সুকুমার পরিচালিত পুষ্পা টু।

তবে এই পরিসংখ্যানে আশ্বস্ত হয়ে বসে নেই পুষ্পা টিম। সিনেমাটি যাতে সব শ্রেণির দর্শকের কাছে পৌঁছায়, সে জন্য ব্যাপকভাবে প্রচারের পরিকল্পনা করা হচ্ছে।

পিঙ্কভিলা জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই সিনেমার প্রচারে ভারতের ছয়টি বড় শহরে যাবেন পুষ্পা টুর শিল্পীরা। ১৫ দিন ধরে চলবে তাঁদের এই সফর। এছাড়া, বড় আয়োজনে করা হবে ট্রেলার লঞ্চ ইভেন্ট। শোনা যাচ্ছে, বাংলাদেশেও সিনেমাটি মুক্তির তোড়জোড় চলছে। তবে এখনো বিষয়টি নিশ্চিত হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six − 1 =