রেটিংয়ে এক নম্বর মিঠাই, দুইয়ে যমুনা ঢাকি

‘মিঠাই’ তার স্থান কাউকে ছাড়েনি। ১১.১ পেয়ে প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও সেই ‘বাংলার সেরা’। ৮.৮ পেয়ে দ্বিতীয় স্থানে ‘যমুনা ঢাকি’। এ সপ্তাহে চতুর্থ ‘উমা’। তার প্রাপ্ত নম্বর ৮.১। যুগ্ম পঞ্চম স্থানে ‘অপরাজিতা অপু’ আর ‘রাণী রাসমণি’। দু’জনেই পেয়েছে ৭.৯। এ বারেও প্রথম পাঁচে জি বাংলার পাঁচটি ধারাবাহিক।

‘কলকাতার রসগোল্লা’ সত্যিই নাকি ‘বাসি’ হয়ে গিয়েছেন? গত কয়েক সপ্তাহের রেটিং চার্ট দেখে এই কটাক্ষ নতুন করে ছেয়ে গিয়েছিল ফেসবুকে। কারণ, জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকের কম টিআরপি। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেবশ্রী রায়। এমনও বলেছে নিন্দুকেরা, দেবশ্রী রায়ের জাদু নাকি অস্তমিত! সেই ধারণা বদলে দিলেন অভিনেত্রী। দীপাবলী  উৎসব ফুরোতেই রেটিং চার্ট প্রকাশ্যে। টিআরপি বলছে, অভিনয়ের জোরেই আবার নিজেকে প্রমাণ করলেন তিনি। ‘সর্বজয়া’ প্রথম পাঁচের লড়াইয়ে। ৮.৪ পেয়ে ধারাবাহিক তৃতীয় স্থানে! টপকে গিয়েছে ‘উমা’ এবং ‘রাসমণি’ ধারাবাহিককে।

চলতি সপ্তাহেও চুলচেরা পার্থক্য স্টার জলসা আর জি বাংলার মধ্যে। ৬০৯ নম্বর পেয়েছে স্টার জলসা। জি বাংলার ঝুলিতে ৬০৭।

আনন্দবাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + 17 =