লন্ডনে রাজ-সিমরনের ব্রোঞ্জের মূর্তি, উপস্থিত শাহরুখ-কাজল

বলিউডের আইকনিক জুটি শাহরুখ খান ও কাজল। তাদের বিখ্যাত সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে‘ নতুন ইতিহাস গড়লো। ‘ডিডিএলজে’র ৩০ বছরে লন্ডনে উন্মোচন হলো সিনেমাটির ‘আইকনিক চরিত্র’ রাজ ও সিমরনের ব্রোঞ্জের মূর্তি। শাহরুখ-কাজল উপস্থিত থেকে কাঙ্ক্ষিত সেই মূহূর্তের সাক্ষী হন।

শুক্রবার(৫ ডিসেম্বর) লন্ডনের লেস্টার স্কোয়ারে ‘ইয়াশ রাজ ফিল্মস’র ব্লকবাস্টার ‘ডিডিএলজে’ এই ঐতিহাসিক সম্মান অর্জন করেন।

মূর্তিটিতে শাহরুখ ও কাজলকে দেখানো হয়েছে ছবির অন্যতম জনপ্রিয় পোজে। যা তারা সরাসরি অনুষ্ঠানে আবারও করে দেখান। দৃশ্যটি তিন দশক পরও দর্শকদের মনে এখনো অমলিন। অনুষ্ঠানে তাদের উপস্থিতি যেন ফিরিয়ে আনল ৯০ দশকের সেই জাদু।

লন্ডনের লেস্টার স্কোয়ারে এটি প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্রের মূর্তি। এখানে আগে থেকেই রয়েছে ‘হ্যারি পটার’, ‘মেরি পপিন্স’, ‘প্যাডিংটন’, ‘ব্যাটম্যান’, ‘ওয়ান্ডার ওম্যান’ এর মতো বিখ্যাত চরিত্রদের ভাস্কর্য।

অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘ডিডিএলজে খুব আন্তরিকভাবে বানানো হয়েছিল। ভালোবাসা কিভাবে দূরত্ব কমাতে পারে এবং পৃথিবীকে আরো সুন্দর জায়গা করা যায় আমরা সেই গল্পই বলতে চেয়েছিলাম। হয়তো সেই কারণেই ছবিটি ৩০ বছর ধরে দর্শকের মনে গেথেঁ আছে।’

তিনি আরো বলেন, ‘হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্সকে ধন্যবাদ আমাদের এমন সম্মান দেয়ার জন্য। প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে ‘ডিডিএলজে’র লেস্টার স্কোয়ারের ‘সিনস ইন দ্য স্কোয়ার’ ট্রেইলে স্থান পাওয়া অত্যন্ত আবেগঘন মুহূর্ত।’

শাহরুখ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তার এক্স একাউন্টে এ ‘ডিডিএলজে’র বিখ্যাত সংলাপ পোস্ট করেন। তিনি লেখেন, ‘বাড়ে বাড়ে দেশো মে, অ্যাইসি ছোটি ছোটি বাতেন হোতি রেহতি হ্যায়, সেনোরিতা।’

কাজল এই সম্মান নিয়ে বলেন, ‘৩০ বছর পরেও ‘ডিডিএলজে’র এত ভালোবাসা পাওয়া সত্যি অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হয়েছে যেন আমাদের ইতিহাসের এক টুকরো পুনরুজ্জীবিত হচ্ছে।’

‘ডিডিএলজে’তে রাজ ও সিমরানের প্রেমের গল্প শুরু হয় কিংস ক্রস স্টেশন থেকে ট্রেনে ওঠার মাধ্যমে যা ইউরোপ থেকে ভারতে গিয়ে শেষ হয়। লেস্টার স্কোয়ার ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের স্থান যেখানে রাজ ও সিমরান প্রথমবার অজান্তেই একে অপরের পথ অতিক্রম করে।

ইয়াশ রাজ ফিল্মস এর সিইও অক্ষয় বিধানি বলেন, ‘৫০ বছরেরও বেশি সময় ধরে আমরা ভারতীয় গল্প সারা দুনিয়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করছি। ‘ডিডিএলজে’র ৩০তম বছরে যুক্তরাজ্যে এমন সম্মান পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। হলিউডের মেরি পপিন্স, জিন কেলি ও হ্যারি পটারের মতো আইকনের পাশে একটি ভারতীয় চলচ্চিত্রের স্থান পাওয়া সত্যিই বিশেষ একটি মুহূর্ত।’

আদিত্য চোপড়া পরিচালিত দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে প্রথম মুক্তি পায় ১৯৯৫ সালে। এ বছর অক্টোবর মাসে ছবিটি উদযাপন করেছে তার ৩০ বছর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − five =