শততম টেস্ট ম্যাচে আলোকিত মুশফিক

বাংলাদেশ ক্রিকেটের বনেদি সংস্করণ টেস্ট ম্যাচ খেলে দীর্ঘ বিরতিতে। সেই অবস্থায় দীর্ঘ ২০ বছর নিজের ফিটনেস ধরে রেখে সর্বোচ্চ পর্যায়ে পারফরমেন্স বজায় রাখার চ্যালেঞ্জ অনুমেয়। বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেট অঙ্গনের সবাইকে বিস্মিত করে সেই কাজটি করেছে বাংলাদেশের লিটল মাস্টার মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

ক্রিকেট মক্কা ইংল্যান্ডের লর্ডস ময়দানে ২০ বছর আগে অভিষিক্ত শিশু মুখের মুশি কাল ১৯ নভেম্বর ২০২৫ মীরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম  বাংলাদেশী ক্রিকেটার হিসাবে ১০০ম টেস্ট খেলে নিজেকে পাদ প্রদীপের আলোয় আলোকিত করেছে।

সফরকারী আয়ারল্যান্ড দলের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের অসমাপ্ত ২৯৪/৪  প্রথম ইনিংসে ৯৯ অপরাজিত থেকে শততম টেস্টে শতরান করার গৌরব অর্জনের দুয়ার প্রান্তে নিজেকে উপস্থাপিত করেছে। কাল বাংলাদেশ ক্রিকেটের এই মাহেন্দ্র ক্ষণকে রঙে রঙে রাঙিয়ে তুলতে নানা আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মুশফিককে প্রথম টেস্টে খেলা খেলার সাথী এবং শততম টেস্ট খেলা সাথীদের স্বাক্ষর করা জার্সি দেওয়া হলো। ওর প্রথম টেস্টে বাংলাদেশ জাতীয় ক্যাপ পরিয়েছিলো অধিনায়ক হাবিবুল বাসার সুমন। কাল সুমন নিজ হাতেই মুশফিককে শততম টেস্টে বিশেষ ক্যাপ পরিয়ে দিলেন। বিশেষ স্মারক উপহার দিলেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল।

স্মরণীয় যে মুশফিক কিন্তু প্রথম টেস্ট ক্যাপটি সযত্নে সংরক্ষিত রেখেছে। কাল মুশফিকের গুণমুগ্ধ ক্রিকেট প্রেমিকরা বিপুল সংখ্যায় উপস্থিত থেকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে। দেশের সকল প্রান্তর এবং প্রবাস থেকেও ক্রিকেট অনুরাগীরা ইলেকট্রনিক মাধ্যমে উপভোগ করেছে মাহেন্দ্রক্ষণ।

মীরপুর উইকেটে কাল সহজাত টার্ন ছিল। প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তির ছিল না। আইরিশ স্পিনার আন্ডি ম্যাকব্রাইন ঘূর্ণিতে ৯৫ রান তুলতেই সাজঘরে ফিরেছিল সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় আর নাজমুল হাসান শান্ত। ক্যাচ না ফস্কালে হয়ত স্বল্প রানেই ফিরতে হত মোমিনুল হক আর মুশফিককে।

কিন্তু ক্যাচ ফস্কানো খেলার অংশ। বিধাতা নির্ধারিত রেখেছেন মুশফিক শততম টেস্ট  নিজের রঙে রাঙ্গাবেন। মমিনুলের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে যোগ করলেন লড়াকু ১০৭। মমিনুলের অবদান ৬৩। মোমিনুল আউট হবার পর লিটনকে সাথী করে দিন শেষে অসমাপ্ত ৫ উইকেটে যোগ হয়েছে যোগ হয়েছে আরো ৯০ রান।

৯৯ রান করে ১৩ম টেস্ট শতরানের দুয়ার প্রান্তে দাঁড়ানো মুশফিক। লিটন খেলেছে ৪৭ রানে। আয়ারল্যান্ডের হয়ে ৮২ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছে এন্ডি ম্যাকব্রাইন। আজ সকালে  অপেক্ষা কখন মুশফিক শততম টেস্টে শতরান করার মাইলস্টোন অর্জন করবে।

সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট বিপুল ব্যাবধানে জিতে বাংলাদেশ দুই টেস্ট সিরিজে ১-০ এগিয়ে আছে। বর্তমান অবস্থানে থেকে বাংলাদেশের আরো একটি ধবল ধোলাই অর্জনের সম্ভাবনা সমুজ্জল।

সব কিছু চাপিয়ে বর্তমান টেস্ট বাংলাদেশের এক অনন্য সাধারণ ক্রিকেট কিংবদন্তির বিশেষ মাইলস্টোন হিসাবেই উপস্থাপিত হলো। এমনিতেই নিজের কীর্তিতে অসাধারণ, কৃতকল্প উপমাধর্মী ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে উত্তর বাংলার সিংহদ্বার বগুড়ার কৃতি সন্তান মুশফিকুর রহিম।

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ। মীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশ প্রথম ইনিংস  ২৯৪/৪ (মুশফিকুর রহিম ৯৯*, মোমিনুল হক ৬৩, লিটন কুমার দাস ৪৭*, সাদমান ইসলাম ৩৫, মাহমুদুল হাসান জয় ৩৪, এন্ডি ম্যাকব্রাইন ৪/৮২)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × three =