শাকিব খানের শ্যুটিং স্পটে দুর্বৃত্তদের হানা

নায়ক শাকিব খানের গাজীপুরের পুবাইলের বাড়ি ‘জান্নাত’-এ হানা দিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।বাড়িটির তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।কয়েক বছর ধরে ওই বাড়িটিতে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। ওই শুটিং বাড়িতে মূল্যবান আসবাব, এসি, জেনারেটরসহ নানা মূল্যবান জিনিসপত্র রয়েছে।

তিনি জানান, রাত দেড়টার দিকে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত রিসোর্টের বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গেলে তারা ফের ওয়াল টপকে বের হয়ে যায়। রাতেই স্থানীয় লোকজন পুবাইল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, চুরির জন্য দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। তারা একটি জেনারেটর নেওয়ার চেষ্টা করেছিল। তবে কোনো কিছু খোয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 5 =