শায়না আমিনের জন্মদিন আজ

শায়না আমিন ২৬ ফেব্রুয়ারি সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা দুজনেই বাংলাদেশী। তার বাবা নুরুল আমিন একজন ব্যবসায়ী ও মা একজন গৃহিণী। বাবা সৌদিআরবেও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তার বয়স যখন দেড় বছর তখন, তার বাবা মা সৌদি আরব থেকে দেশে চলে আসেন ও ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি বেড়ে উঠেছেন ঢাকার লালমাটিয়া তে। ছোটবেলা থেকেই আমিনের বইপড়া ও নাচের প্রতি আগ্রহ ছিল। প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ এর কাছে তিনি প্রথম নাচ শেখেন। ৯ম শ্রেনীতে পড়ার সময় তাকে নৃত্য বিষয়ক স্কুল “নৃত্যাঙ্গন” এ ভর্তি করানো হয়। আমিন লালমাটিয়া মহিলা কলেজ এ ব্যাবস্থাপনায় অনার্স পড়েছেন। যিনি শায়না আমিন নামেই অধিক পরিচিত একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। ২০০৬ সালে বদরুল আনাম সৌদের ‘ক্রাস কালেকশন’ নাটকে প্রথম অভিনয় করেন। পরিচিতি পান ‘এক জীবন’ গানে মডেল হয়ে। রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান’, মাসুদ আখন্দের ‘পিতা‘ ও নার্গি আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেছেন শায়না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × one =