চিত্রনায়িকা ও মডেল শিরিন শিলার জন্মদিন আজ

আজকের (২৫ জুন) এই দিনে জন্মগ্রহন করেন আবেদনময়ী চিত্রনায়িকা ও মডেল শিরিন শিলা। রূপালি পর্দায় আসার পূর্বে তিনি গুলশান এভিনিউ, রঙের মেলা, বনবালা ও পণ্ডিতের মেলা র মত টিভি নাটকে কাজ করেছেন। ২০১৪ সালে রোযার ঈদে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালি পর্দায় অভিষেক ঘটে। চলচ্চিত্রটির জন্য তিনি ‘সেরা নবীন অভিনয়শিল্পী’ বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০১৪ সালের ডিসেম্বরে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ক্ষণিকের ভালোবাসা মুক্তি পায়। ২০১৬ সালের ১৮ মার্চ তার অভিনীত চলচ্চিত্র মিয়া বিবি রাজি ও ২ এপ্রিল মন জানে না মনের ঠিকানা মুক্তি পায়।

অভিনয়ের পাশাপাশি তাকে দেখা গিয়েছে মডেলিংয়ে। তিনি ব্রিটল বিস্কুট ও প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি আসিফের ও কন্যা তোমারে গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 − 5 =