শিরোনামহীনের রজতজয়ন্তীতে কনসার্ট

জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীনের ২৫ বছর পূর্তি উপলক্ষে জমজমাট কনসার্টের আয়োজন করেছে ডিজিটাল অ্যাডভারটাইজিং এজেন্সি ব্র্যান্ডমিথ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল ৪-এ সিম্ফনি অর্কেস্ট্রাসহ বাংলাদেশের খ্যাতিমান সংগীত তারকাদের সঙ্গে এ আসর মাতাবে শিরোনামহীন।

ব্র্যান্ডমিথের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অর্কেস্ট্রার সঙ্গে এই আয়োজন বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ইতিহাসে প্রথম। কনসার্ট উপলক্ষে বিকাল ৩টায় গেইট খুলে দেওয়া হবে। অনলাইনে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকেট। শিরোনামহীনের সঙ্গে থাকবেন বাপ্পা মজুমদার, সুমন, রাফা, শিশির আহমেদ, পলাশ নূর, সৈয়দ জিয়াউর রহমান তূর্যসহ অনেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে শিরোনামহীন সবসময়ই ভালোবাসার নাম। বিগত বছরগুলোতে ‘এই অবেলায়’, ‘আবার হাসিমুখ’, ‘বারুদ সমুদ্র’সহ বেশ কয়েকটি নতুন গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।

“সম্প্রতি দেশের সীমানা ছাড়িয়ে ফ্রান্সের প্যারিসে ও ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পারফর্মেন্স দিয়েও শিরোনামহীন কুঁড়িয়েছে সংগীতপ্রিয় মানুষের মন।” অনুষ্ঠানের আয়োজক ব্র্যান্ডমিথের সঙ্গে পার্টনার হিসেবে থাকছে স্যামসাং, দারাজ, ফগ, গো জায়ান, বায়োস্কোপ এবং লিঙ্ক ৩।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 + six =