শিল্পা শেঠি স্বামীর  কাছ থেকে দূরে থাকছেন

পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছিলো শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। এরপর এক মাস পুলিশি হেফাজতে থাকার পর ১৮ আগস্ট অন্তর্বর্তী জামিন পান রাজ।

এদিকে, রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর শিল্পার ওপর দিয়ে বয়ে গিয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। জেরার মুখেও পড়তে হয়েছিলো বলিউডের এই অভিনেত্রী। এমনকি নিজের কাজও হারাতে বসেছিলেন তিনি।

তবে এখন নিজেকে অনেকটাই সামনে নিয়েছেন শিল্পা শেঠি। সব ভুলে ফিরেছেন কাজে। কিন্তু স্বামী রাজ কুন্দ্রার থেকে যতোটা সম্ভব দূরত্ব বজায় রাখছেন তিনি। এমনকি দুই সন্তানকেও রাজের থেকে দূরে রাখছেন তিনি।

এখনেই শেষ নয়, রাজের সম্পত্তি বা অর্থ থেকে দুই সন্তান ভিয়ান ও শামিসার জন্য কোনো কিছু চান না বলেও সাফ জানিয়ে দিয়েছেন শিল্পা শেঠি।

ভারতীয় সংবাদমাধ্যম মাসালার প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, রাজের কোনো সাহায্য চান না শিল্পা। তাই দুই সন্তান ও পরিবারকে চালানোর জন্য আরও কাজ খুঁজছেন তিনি।

বর্তমানে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার ফোর’র বিচারকের দায়িত্ব পালন করছেন শিল্পা শেঠি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − 12 =